Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টারঃ-

১।       সিরাজদিখান থানা জনগণের সেবাপ্রদানকারী একটি প্রতিষ্ঠান।

২।       জাতি, ধর্ম, বর্ণ ও রাজনৈতিক/সামাজিক/অর্থনৈতিক শ্রেণী নির্বিশেষে সকল নাগরিকের সমান আইনগত অধিকার প্রদান।

৩।      সিরাজদিখান থানায় আগত সাহায্য প্রার্থীদের আগে আসা ব্যক্তিকে আগে সবে প্রদান করা।

৪।       সিরাজদিখান থানায় সাহায্য প্রার্থী সকল ব্যক্তিকে থানা পুলিশ সম্মান প্রদর্শন এবং সম্মান সূচক সম্বোধন করা।

৫।       থানায় সাধারণ ডাইরী করতে আসা ব্যক্তির আবেদনকৃত বিষয়ে ডিউটি অফিসার কর্তৃক সার্বিক সহযোগিতা প্রদান করা এবং আবেদনের দ্বিতীয় কপিতে সাধারণ ডাইরী নম্বর, তারিখ এবং সংশিস্নষ্ট অফিসারের স্বাক্ষর ও সীলমোহরসহ তা আবেদনকারীকে প্রদান করা এবং বর্ণিত সাধারণ ডাইরী সংক্রামত্ম বিষয়ে যথাশীঘ্র সম্ভব ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা পুনরায় আবেদনকারীকে অবহিতকরা।

৬।      থানায় মামলা করতে আসা ব্যক্তির মৌখিক/লিখিত বক্তব্য অফিসার ইন-চার্জ কর্তৃক এজাহারভূক্ত করা এবং আগত ব্যক্তিকে মামলার নম্বর, তারিখ ও ধারা সহ তদমত্মকারী অফিসারের নাম ও পদবী অবহিত করা। তদমত্মাকরী অফিসার এজাহারকারীর সাথে নিয়মিত যোগাযোগ করে তাকে তদমেত্র অগ্রগতি সম্পর্কে অবহিত করবেন এবং তদমত্ম সমাপ্ত হলে তাকে ফলাফল লিখিতভাবে জানিয়ে দিবেন।

৭।       আহত ভিকটিমকে থানা হতে সার্বিক সহযোগিতা প্রদান করা এবং এ বিষয়ে সকল মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করা।

৮।       শিশু/কিশোর অপরাধী সংক্রামত্ম বিষয়ে শিশু আইন’১৯৭৪ এর বিধান অনুসরণ করা এবং তারা যাতে কোন ভাবেই বয়স্ক অপরাধীর সংস্পর্শে না আসতে পারে তা নিশ্চিত করা। এ জন্য দেশের সকল থানায় পর্যায়ক্রমে কিশোর হাজতখানার ব্যবস্থা করা হচ্ছে।

৯।       মহিলা আসামী/ভিকটিমকে যথাসম্ভব মহিলা পুলিশের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

১০।     পাসপোর্ট ভেরিফিকেশন/আগ্নে্য়াস্ত্র লাইসেন্স ইত্যাদি বিষয়ে সকল অনুসন্ধান প্রাপ্তির ০৩(তিন) দিনের মধ্য তদমত্ম সম্পন্ন করে থানা হতে সংশিস্নষ্ট ইউনিটে প্রতিবেদন প্রেরণ করা।

১১।      সিরাজদিখান থানা পুলিশ সদস্যগণ প্রতিটি ইউনিয়নে, ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং কমিটি গঠন পূর্বক প্রতিমাসে দেশের সার্বিক আইন শৃঙ্খলার বিষয়ে অপরাধ সভা করে আসছে এবংপ্রতিটি ইউনিয়নে থানার অফিসার কর্তৃক লিয়াজো অফিসার হিসেবে দায়িত্ব বন্টন করে দেয়া হয়েছে। প্রতিনিয়ত উক্ত ইউনিয়ন লিয়াজো অফিসার নিরবচ্ছিন্ন ভাবে যোগাযোগ রক্ষা করে আসছে।

১২।     সিরাজদিখান থানা প্রাঙ্গণে প্রতিমাসের ১২ তারিখে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হচ্ছে।

১৩।     অপরাধ দমনমূলক/জনসংযোগমূলক সভার মাধ্যমে সামাজিক সমস্যা এবং আইনগত সমাধান করা।

১৪।     বিদেশে চাকুরী/উচ্চ শিক্ষার জন্য গমনেচ্ছু প্রার্থীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান।

১৫।     ব্যাংক হতে কোন প্রতিষ্ঠান অধিক পরিমাণ টাকা উত্তোলন করলে উক্ত টাকা নিরাপদে নেয়ার জন্য চাহিদা অনুযায়ী পুলিশ এস্কটের ব্যবস্থা করা।

১৬।     যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক সুবিধা প্রদান করা।