Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

সিরাজদিখান উপজেলার উত্তরে কেরানীগঞ্জ উপজেলাফতুল্লা উপজেলা, দক্ষিণে শ্রীনগর উপজেলালৌহজং উপজেলা, পশ্চিমে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা, পূর্বে টংগিবাড়ী উপজেলামুন্সীগঞ্জ সদর উপজেলা। মুন্সীগঞ্জ এবং শ্রীনগর এ দুটি থানা নিয়ে ১৮৪৫ খ্রি: মুন্সীগঞ্জ মহকুমা স্থাপিত হয়। তখন সিরাজদিখান এলাকাটি শ্রীনগর থানার আওতাভুক্ত ছিল। পূর্বে এই স্থানের নাম ছিল ইদ্রাকপুর। ১৮৫৭ সালের। ১৯১২ খ্রি: পর্যন্ত সিরাজদিখান বন্দরে কয়েকটি দোকানঘর ও বাজারঘর ব্যতীত বিশেষ কোন উন্নয়ন হয়নি। ১৮৭২ সালে সমগ্র ঢাকা জেলায় মোট থানার সংখ্যা ছিল মাত্র ১৯টি। ১৯২১ সালের জরিপে দেখা যায় ঢাকা জেলায় তখন মোট থানা ছিল ৩৫টি। এই ৩৫টি মধ্যে যে তখন সিরাজদিখান ছিল অন্যতম। ১৯১৪-১৫ সালের দিকে সিরাজদিখানথানা ও সিরাজদিখান সাবরেজিষ্টার অফিস স্থাপিত হয়। ১৯৮২ সালের ১৫ই ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের এক আদেশ বলে সিরাজদিখান উন্নিত থানায় রূপান্তর হয়। ইহার পর হতেই উপজেলা হিসাবে সিরাজদিখান স্বীকৃত।জানা যায় ঢাকা জেলায় তখন মোট থানা ছিল ৩৫টি। এই ৩৫টি’ মধ্য তখন সিরাজদিখান ছিল অন্যতম। ১৯১৪-১৫ সালের দিকে সিরাজদিখানথানা ও সিরাজদিখান সাবরেজিষ্টার অফিস স্থাপিত হয়। বিগত ১৭-০৫-১৯১৫ এবং ১৮-০২-১৯১৮ খ্রিঃ তারিখে ভূমি হুকুম দখলের মাধ্যমে ১.৫৪ একর ভূমি থানার জন্য অধিগ্রহণ করা হয়। পরবর্তীতে এস.এ ও আর.এস রেকর্ডে সিরাজদিখান মৌজাস্থিত খতিয়ান নং-০৩, দাগ নং-৩০৭, ৩০৮, ৩১০, ৩১১, ৩১২, ৩১৩ এর সর্বমোট ২.৯৮ একর জমি থানার পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামে রেকর্ডভুক্ত আছে। যা বর্তমানে থানার রেকর্ডে আছে। রেকর্ড ও দখল মূলে থানার অফিসার ইনচার্জ ২.৯৮ একর ভূমির উন্নয়ন কর পরিশোধ করে আসছেন। উল্লেখ্য যে, ২.৯৮ একর সম্পত্তির মধ্যে ১.৫৪ একর সম্পত্তি অধিগ্রহণকৃত। অবশিষ্ট ১.৪৪ একর সম্পত্তির প্রাপ্তির ভিত্তি হিসেবে কোন দলিল পত্র পাওয়া যায়নি। রেকর্ড ভুক্ত ২.৯৮ একর সম্পত্তি থানার নামে নামজারী প্রক্রিয়াধীন। এছাড়া খতিয়ান নং-২, আরএস দাগ নং-১৩৩,৩০৩ মূলে থানার রাস্তার জন্য ০.৪৩ একর জমি রয়েছে।