রূপকল্প (Vision)
দক্ষতা ও পেশাদারিত্বের সাথে মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে নাগরিকদের বিশ্বাস এবং সম্মান অর্জনের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলাকে একটি বাসযোগ্য এবং নিরাপদ স্থান হিসেবে তৈরি করা।
অভিলক্ষ্য (Mission)
আইনের কার্যকর প্রয়োগ, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা, অপরাধ-ভীতি কমানো,জনসাধারনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্প্রদায়ের সক্রিয় সমর্থনসহ অভ্যন্তরীন নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives)
১. জন নিরাপত্তা ও জনশৃংখলা সুসংহত করা।
২. সমাজ ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা এবং পুলিশী নিরাপত্তা নিশ্চিত করা। জঙ্গীবাদ দমনে বিশেষ দক্ষতা অর্জন, এ সংক্রান্তে বিশেষ ইউনিট গঠন এবং বিশেষ অস্ত্র প্রদান।
৩. নিরাপত্তা কাজে জনগনের অংশীদারিত্ব প্রতিষ্ঠায় উদ্বুদ্ধকরা।
৪. সামাজিক ও বানিজ্যিক গণমাধ্যমকে সামাজিক শৃংখলা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জনমত গঠনের কাজে ব্যবহার করা।
৫. কার্যকরভাবে অপরাধ দমন এবং অপরাধ উদঘাটনের উদ্দেশ্যে বৈজ্ঞানিক উপায়ে অপরাধ তদন্তের উদ্দেশ্যে দক্ষ, পেশাদার এবং যুগোপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলা।
৬. মামলা তদন্তের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ।
আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যেসমূহ:
১. অপরাধ দমন ও নিয়ন্ত্রণ।
২. জনসাধারনের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন।
৩. জঙ্গী ও সন্ত্রাস দমন এবং সচেতনতা বৃদ্ধি।
কার্যাবলি (Functions)
১. জেলার থানা সমূহের ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করণও নিশ্চিতকরণ।
২. কমিউনিটি পুলিশিং নিয়ন্ত্রন ও তদারকিকরণ।
৩. সকল শ্রেনী পেশা লোকদের নিয়ে থানা অঙ্গনে নিয়মিত ওপেন হাউজ ডে আয়োজন করা।
৪. জেলার প্রতিটি থানায় স্থাপিত উইমেন হেল্পডেস্ক কার্যক্রম নিয়মিত তদারকিকরণ।
৫. জেলার থানা সমূহেস্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্পডেস্ক এর কার্যক্রম নিয়মিত তদারকিকরণ।
৬. জেলা পর্যায়ে গঠিত মিডিয়া সেলের কার্যকরী ভূমিকা নিশ্চিতকরণের মাধ্যমেগণমাধ্যমে জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রচারণার ব্যবস্থা করা।
৭. জেলা পুলিশের নিজস্ব ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করা।
৮. জেলার প্রতিটি থানার জন্য নিজস্ব ওয়েবসাইট তৈরী করা।
৯. দৃশ্যমান পুলিশিং তথা ফুট প্যাট্রল, মোবাইল প্যাট্রল, স্ট্র্যাটিক প্যাট্রল জোরদার করন।
১০. রাজপথে অপরাধ দমন ও নিয়ন্ত্রনে হাইওয়েতে প্যাট্রলিংএর ব্যবস্থা।
১১. পলাতক ঘোষিত অপরাধীদের গ্রেপ্তার ও কোর্টে প্রেরণ।
১২. সংঘবদ্ধ অপরাধ বিশেষ করে মাদক, চোরাচালান, অবৈধ অস্ত্রধারী, প্রভৃতি অপরাধীদের তালিকা প্রস্তুত ও তদানুযায়ী কার্যক্রম গ্রহন।
১৩. এ জেলার থানা সমূহের প্রতিটি থানায় সার্বক্ষনিক কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
১৪. ক্রিমিনাল জাষ্টিস সম্পর্কিত সকল ইউনিটের সাথে সমন্বয় ও সহায়তা করন।
১৫. মানসম্পন্ন তদন্ত করা ও অপরাধ উদ্ঘাটন করা।
১৬. সন্ত্রাসী কর্মকান্ড মূলক যেকোন ধরনের ঘটনা প্রতিরোধ, প্রতিহতকরণ এবং উদঘাটন।
১৭. জেলার থানা সমূহে প্রশিক্ষিত কাউন্টার টেররিজম ইউনিট গঠন।
১৮. ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে বাড়ীর মালিকদের উদ্বুদ্ধ করন ও থানা পুলিশের কাছে তথ্য সরবরাহ করন।
১৯. স্কুল, কলেজ ও মাদ্রাসায় জঙ্গীবাদ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিয়মিত সভার আয়োজন।
২০. ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে জঙ্গীবাদের কুফল সম্পর্কে প্রচারনা।
২১. উইমেন হেল্পডেস্ক এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্পডেস্ক-এ ডিউটি অফিসার হিসেবে সার্বক্ষনিক মহিলা পুলিশ মোতায়ন করা।
২২. মহিলা ভিকটিম/আসামীদের অধিকার সংরক্ষন। এ ব্যাপারে সকল পুলিশকে ঝবহংরঃরুব করা।
২৩. ক্রিমিনাল রেকর্ড সংরক্ষন করার জন্য ঈউগঝ ব্যবস্থা কার্যকর করা এবং নিয়মিত হালনাগাদ করা।
২৪. পর্যায়ক্রমেজেলার সকল থানাকে সিসিটিভির আওতায় নিয়ে আসা।
২৫. ই-লার্নিং এ উদ্বুদ্ধকরণ।
২৬. অপরাধ তদন্তে, অপরাধীকে গ্রেপ্তারে উন্নত প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস